ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফরিদপুর-৩ আসন: টিকলেন একে আজাদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
ফরিদপুর-৩ আসন: টিকলেন একে আজাদ ফাইল ফটো

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানি করে এ রায় দেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

স্বতন্ত্র প্রার্থী একে আজাদ আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ করলে তার বিরুদ্ধেও আপিল করেন শামীম হক। শুনানি করে একে আজাদের আপিল আবেদন মঞ্জুর করলেও শামীম হকের আবেদন নামঞ্জুর করে ইসি। ফলে একে আজাদ আসনটিতে বৈধ প্রার্থী হিসেবে থাকলেও প্রার্থিতা হারান শামীম হক।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।