ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীতে নৌকার প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ফেনীতে নৌকার প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

ফেনী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে পাচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।  

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান, ফেনী-১ আসন থেকে জাসদ মনোনীত প্রার্থী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাকের পার্টির রহিম উল্যাহ, ফেনী-২ আসনে জাকের পার্টির মো. নজরুল ইসলাম, ফেনী-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী আবুল বাশার, জাকের পার্টির আবুল হোসেন মনোনয়ন প্রত্যাহার করেছেন।  

ফেনীর তিন আসনে এখন ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসএইচডি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।