ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকা প্রতীক গ্রহণ ক‌রলেন ফেরদৌস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
নৌকা প্রতীক গ্রহণ ক‌রলেন ফেরদৌস

‌ঢাকা: দলীয় প্রতীক নৌকা সংগ্রহ কর‌লেন চিত্রনায়ক ফের‌দৌস আহ‌মেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে আওয়ামী লীগ থে‌কে ম‌নোনীত এ প্রার্থী ঢাকা-১০ আসনে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দি‌কে সেগুনবা‌গিচার ঢাকা বিভাগীয় ক‌মিশনা‌রের কার্যাল‌য়ে দলীয় প্রতীক গ্রহণ ক‌রেন ফের‌দৌস।  

বিভাগীয় ক‌মিশনার মো. সা‌বিরুল ইসলাম সকাল সা‌ড়ে নয়টা থে‌কে ঢাকার ১৫‌টি আস‌নের চূড়ান্ত প্রতিদ্ব‌ন্দ্বিতা করা প্রার্থী‌দের হা‌তে প্রতীক তু‌লে দি‌চ্ছেন।

প্রতীক সংগ্রহের পর চিত্রনায়ক ফের‌দৌস বলেন, প্রধানমন্ত্রী আমা‌কে নৌকা দি‌য়ে‌ছেন। এট‌া আমার জীব‌নের বড় সফলতা। নির্বাচ‌নে জয়ী হ‌য়ে ঢাকা-১০ আস‌নের জনগণের আকাঙ্ক্ষা পূরণ কর‌বো। যে উন্নয়ন হ‌য়ে‌ছে সে ধারা অব‌্যাহত রাখার জন‌্য কাজ ক‌রে যা‌বেন ব‌লে আশা প্রকাশ ক‌রে‌ছেন ফের‌দৌস।  

প্রতীক বরা‌দ্দের সময় ফের‌দৌ‌সের স‌ঙ্গে অতিরিক্ত লোকজন থাকা প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, আমার আচরণবি‌ধি লঙ্ঘন হয়‌নি। এখা‌নে যা‌দের দেখ‌ছেন অনেককেই আমি চি‌নি না। আমা‌কে ভা‌লোবা‌সেন ব‌লে অনেকে দেখ‌তে আস‌তে পা‌রেন। বিকেল তিনটায় রাজধানীর নিউমা‌র্কেট এলাকায় নির্বাচনী প্রচার শুরু কর‌বেন ফের‌দৌস।


বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।