ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটের ১৬ কেন্দ্রে আগের দিন ব্যালট পাঠাতে চান জেলা প্রশাসক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
সিলেটের ১৬ কেন্দ্রে আগের দিন ব্যালট পাঠাতে চান জেলা প্রশাসক

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুটি আসনের ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণের আগের দিন ব্যালট পেপার পাঠাতে চান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান। ইসি সচিবের কাছে ইতোমধ্যে তিনি এক চিঠিতে এ বিষয়ে অনুমতি চেয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের প্রস্তাব ও সরেজমিন পরিদর্শন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিলেট জেলাধীন দুটি সংসদীয় আসন সিলেট-৪ ও সিলেট-৫ নির্বাচনী এলাকায় মোট ষোলটি দুর্গম ভোটকেন্দ্র রয়েছে।

এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পূর্বের দিন ব্যালট পেপার প্রেরণে অনুমতি চেয়েছেন তিনি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।