ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফরিদপুর-৩ আসন

এ কে আজাদের সমর্থকদের ওপর হামলা, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এ কে আজাদের সমর্থকদের ওপর হামলা, আহত ২ হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এ কে আজাদের দুই সমর্থক

ফরিদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের দুই সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।  

আহত দু’জন হলেন- সাহেব আলী শেখের ছেলে আব্দুল আজিজ শেখ ও রহমান শেখের ছেলে সিদ্দিক শেখ।  

আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

হামলার স্বীকার এ কে আজাদের ঈগল প্রতীকের সমর্থক সিদ্দিক শেখ বলেন, ‘আমি সকালে বাড়ি থেকে বের হয়ে আমাদের ঈগল প্রতীকের অফিসে যাচ্ছিলাম। আক্কাস আলী বাজারে পৌঁছালে নৌকার কর্মী হালিম শেখ আমাকে দেখে বলেন, ‘এই শালা তুই এ কে আজাদের নির্বাচন করিস কেন ‘ তখন আমি তাকে বলি, এ কে আজাদ একজন ভালো লোক, তাই তার নির্বাচন করি। তখন হালিম আমাকে বলেন, ‘তুই স্বতন্ত্র প্রার্থী ঈগলের নির্বাচন করতে পারবি না। ’ এ কথা বলেই বাজারের ভেতর আমাকে মারধর শুরু করেন।  

হামলায় আহত আব্দুল আজিজ শেখ বলেন, ‘আমি বাজারে এসে হালিমকে বলেছি, তুই আমার ভাতিজাকে মারলি ক্যান? আমরা এ কে আজাদের নির্বাচন করি, তোদের সমস্যা কী? তখন আমাকে মারধর করা হয়। ওরা প্রায় প্রতিদিনই হুমকি-ধামকি দেওয়াসহ আমাদের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলছে। ’

সিদ্দিক শেখ ও আব্দুল আজিজ শেখ জানান, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোফাজজেল ও পান্নু শেখের হুকুমে এরা আমাদের ওপর হামলা করছে। আবুল শেখ, রহিম শেখ, নাজমুল শেখ, ফজল শেখ ও বাদশা মোল্লা প্রতিদিন তাদের হুমকি দেন। তারাও এ হামলায় অংশ নেন।  

ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকরাম হোসেন বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।