ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খাগড়াছড়িতে ৩ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
খাগড়াছড়িতে ৩ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি আসনের ১৯৬টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। স্ব-স্ব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব পাঠানো হচ্ছে।

এর মধ্যে রয়েছে ভোট বাক্স, ভোটে ব্যবহৃত সরঞ্জামাদী, নির্বাচনী কর্মকর্তা, আনসার-ভিডিপি সদস্য ও পুলিশ সদস্য। কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা সবকিছু বুঝে নিচ্ছেন।

এছাড়া জেলার ৩টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচন সরঞ্জাম ছাড়াও নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে।  

শুক্রবার (০৫ জানুয়ারি) দুপুরের পর জেলার লক্ষীছড়ির দুটি কেন্দ্রে হেলিকপ্টারে এসব পাঠানো হলেও ঘন কুয়াশার কারণে দীঘিনালার নারাইছড়ি কেন্দ্রে পাঠানো সম্ভব হয়নি।  
শনিবার (৬ জানুয়ারি) দুপুরের পর হেলিকপ্টারে পাঠানো হতে পারে। জেলার ৩টি দূর্গম হেলিসর্টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৫শ ৩৮জন।

এদিকে রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান  জানান, দুর্গমতা ও নিরাপত্তাজনিত কারণে ৯৮টি ভোটকেন্দ্রে আজকের মধ্যেই ব্যালট পেপার পাঠানো হচ্ছে। কাছাকাছি কেন্দ্রগলোতে ভোটের দিন ভোরে ব্যালেট পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।