ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, দুজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, দুজনের কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ আসনে রায়গঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টা করায় দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাসুদেবকোল শ্রীরামের পাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, ওই দুই ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জাল ভোট দিতে আসার কথা স্বীকার করেন। তাদের দাবি, তারা নৌকা প্রতীকে জাল ভোট দিতে এসেছিলেন।  এরপর দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ চ ধারা অনুযায়ী তাদের দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।