ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুরে ৪ ঘণ্টায় ভোট পড়েনি ১০ ভাগও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
গাজীপুরে ৪ ঘণ্টায় ভোট পড়েনি ১০ ভাগও

গাজীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গাজীপুর সিটি করপোরেশন এলাকায় শতকরা ১০ ভাগ ভোটও পড়েনি।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।

কোনাবাড়ী এলাকায় এমইএইচ আরিফ কলেজ ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আব্দুর রহমান জানান, এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৯৫ জন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে শতকরা ৮ ভাগ। সকাল থেকে এখানে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম।

কোনাবাড়ী এম এ কুদ্দুছ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মামুন জানান, আমার কেন্দ্রে ২ হাজার ৫৭৪ জন ভোটার রয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ১০৭টি ভোট পড়েছে। এখানে ভোট পড়েছে ৪ শতাংশ। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কেন্দ্রে কোনো ধরনের সমস্যা হয়নি।

কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের ৩ নং ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কাশেম জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৯৪ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে শতকরা ৭ ভাগ। এ কেন্দ্রে ভোট দিয়েছেন ১৬৩ জন।  

গাজীপুরে ৫টি আসনে ভোট গ্রহণ চলছে। তবে সকাল থেকে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ৭ জানুয়ারি, ২০২৪
আরএস/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।