ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৬ দশমিক ৭ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৬ দশমিক ৭ শতাংশ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে।

রোববার (০৭ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেল ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট কালেক্ট হয়েছে। অনিয়মের কারণে সাতটি ভোটকেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। এছাড়া সাতজনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে। এছাড়া আমাদের দুইজন প্রিসাইডিং অফিসার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন।  

তিনি আরও বলেন, বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, এখন পর্যন্ত ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।

২৯৯ আসনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।