ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাল ভোট দেওয়ার অভিযোগে এক নারীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জানুয়ারি ৭, ২০২৪
জাল ভোট দেওয়ার অভিযোগে এক নারীর জরিমানা

ভোলা: ভোলার লালমোহনে জাল ভোট দেওয়ার অভিযোগে রোজিনা বেগম নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোট চলাকালীন উপজেলার পশ্চিম চরউমেদ ১নং সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম শাহ ওই নারীকে জরিমানা করেন।

ভোলা-৩ আসনের লালমোহন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাল ভোট দেওয়ায় দণ্ডবিধির ১৭১ (চ) ধারায় এক নারীকে জরিমানা করা হয়। এছাড়াও লালমোহনের মেহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুজন ভুয়া এজেন্টকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।