ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনা-১ আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর ভোট বর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
খুলনা-১ আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর ভোট বর্জন

খুলনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের বাংলাদেশ তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ভোট বর্জন করেছেন।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তিনি সাংবাদিকদের ভোট বর্জনের কথা বলেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, দাকোপ উপজেলার বেশির ভাগ ভোট কেন্দ্রে এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করায় এবং আমাদের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়নি। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে সরজমিনে গিয়ে খুব কম সংখ্যক ভোটার পেয়েছি। তাতে সর্বোচ্চ ১০ শতাংশ ভোট পড়েছে মর্মে ধারণা। কিন্তু ১২টার দিকে ভোটে কেন্দ্রে গিয়ে জানতে পারি ৬০ শতাংশ ভোট কাউন্ট হয়েছে। প্রহসনের ভোট আমরা বর্জন করছি।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মণ্ডল দলীয় প্রতীক ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদকে ‘লাঙ্গল’ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় পেয়েছেন ‘ঈগল’ প্রতীকের নির্বাচন করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।