ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরায় জয়ী সাকিব-বীরেন শিকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
মাগুরায় জয়ী সাকিব-বীরেন শিকদার

মাগুরা: মাগুরার দুইটি আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান ও বীরেন শিকদার।

রোববার (৭ জানুয়ারি) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীকে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পাঁচ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন।

অন্যদিকে, মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে এক লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।