ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৭৯ দিন পর সাংবিধানিক শূন্যতা পূরণ, দায়িত্ব নিল নতুন ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
৭৯ দিন পর সাংবিধানিক শূন্যতা পূরণ, দায়িত্ব নিল নতুন ইসি

ঢাকা: অবশেষে আড়াই মাস পর সাংবিধানিক শূন্যতা কাটল নির্বাচন কমিশনে (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ৭৯দিন পর যোগ দিলেন নির্বাচন ভবনে।

এর আগে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ৫ সেপ্টেম্বর সরকারের পট পরিবর্তনের পর পদত্যাগ করলে সৃষ্টি হয়েছিল সাংবিধানিক শূন্যতা।

নাসির কমিশনকে এর আগে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় শপথ পাঠ করান। এরপরই তারা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসনে পৌনে তিনটার দিকে। এ সময় ইসি কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

সংবিধান অনুযায়ী, কোনো কমিশন শপথ পাঠ করে দায়িত্ব নেওয়ার পরবর্তী পাঁচ বছরের জন্য নিয়োগ পান। এক্ষেত্রে অন্য কোনো সংকট সৃষ্টি না হলে পরবর্তী পাঁচ বছর এ কমিশন দায়িত্ব পালন করেন। এদের অধীনেই হবে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় নির্বাচন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম-সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আরও পড়ুন: শপথ নিলেন নতুন সিইসি ও নির্বাচন কমিশনাররা

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।