ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুষ্টিয়ায় হানিফের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কুষ্টিয়ায় হানিফের জয়

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ সদর আসনে বড় ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো জয় পেলেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ।  

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়।

এরপর সবগুলোর কেন্দ্রের ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফল জানানো হয়।

ফল ঘোষণা করেন কুষ্টিয়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পার্থ প্রতীম শীল।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৩৩ ভোট। আসনটিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করে পারভেজ আনোয়ার তণু পেয়েছেন ৪৩ হাজার ৭২৬ ভোট।

৮৪ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন হানিফ।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।