ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-২ আসনে কামরুল ইসলাম জয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-২ আসনে কামরুল ইসলাম জয়ী

ঢাকা: ঢাকা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৫৪ হাজার ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬৩৫ ভোট।

 

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।  

আনিসুর রহমান বলেন, ঢাকা-২ আসনে ১৯৭টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম। তিনি পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৪৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬৩৫ ভোট।  

এ ছাড়া ইসলামী ঐক্যফ্রন্টের মাওলানা মো. আশ্রাফ আলী জিহাদী মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৬৯ ভোট ও জাতীয় পার্টির শাকিল আহম্মেদ শাকিল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৯৮ ভোট।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।