ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝালকাঠিতে বিপুল ভোটে জয়ী আমির হোসেন আমু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঝালকাঠিতে বিপুল ভোটে জয়ী আমির হোসেন আমু ফাইল ছবি

ঝালকাঠি: ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমু এক লাখ ৩৭ হাজার এক ভোট পেয়ে টানা চতুর্থ বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নাসির উদ্দিন ইমরান পেয়েছেন চার হাজার ৩১৪ ভোট ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মো. ফোরকান পেয়েছেন তিন হাজার ২৫০ ভোট।

রোববার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে দুটি উপজেলায় দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নে মোট ১৪৭টি কেন্দ্রে ভোট হয়েছে। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ১৫৬ জন। এরমধ্যে, পুরুষ একলাখ ৭৩ হাজার ৯০০ জন, মহিলা একলাখ ৬৮ হাজার ২৫৪ জন এবং হিজড়া দুইজন।  

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।