ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনাম-মুরাদকে হারিয়ে ঢাকা-১৯ আসনের মসনদে সাইফুল

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এনাম-মুরাদকে হারিয়ে ঢাকা-১৯ আসনের মসনদে সাইফুল

সাভার: দুই হেভিওয়েট প্রার্থী ডা. মো. এনামুর রহমান ও মো. তৌহিদ জং মুরাদকে হারিয়ে ঢাকা-১৯ আসনের মসনদ বাগিয়ে নিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট।

অপর স্বতন্ত্র প্রার্থী মুরাদ জং ঈগল প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। আর ড. এনামের কপালে জুটেছে ৫৬ হাজার ৩৬১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, ঢাকা-১৯ আসনের মোট ২৯২ কেন্দ্র থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।

আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থী- বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ (ডাব) পেয়েছেন ১৮৪ ভোট, গণফ্রন্টের নুরুল আমিন মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৩ ভোট।

সোনালী আশ প্রতীকে তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান পেয়েছেন ২৮০ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন কাঠাল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৩ ভোট।

ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী আম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির জুলহাজ একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৯ ভোট, জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সাইফুল ইসলাম মেম্বার নোঙর প্রতীকে পেয়েছেন ১৪০ ভোট।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।