ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শরীয়তপুর ১-৩ আসনে ফের অপু-রাজ্জাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
শরীয়তপুর ১-৩ আসনে ফের অপু-রাজ্জাক

শরীয়তপুর: দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (সদর-জাজিরা) ও ৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট) আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ১ আসনে ফের জয়ী হয়েছেন নৌকার প্রার্থী মো. ইকবাল হোসেন।

৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাক।

রোববার (৭ জানুয়ারি) ভোট শেষে রাতে তাদের জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা মুহাম্মদ নিজাম উদ্দীন আহামেদ।

সদর ও জাজিরা আসনে ১ লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হন মো. ইকবাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট।

নির্বাচনে মোট ৫৭ দশমিক ৩৫ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৩৩৯ জন। ১৩৫টি কেন্দ্রের ৪৭৮ কক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করেন।

ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট আসনে নাহিম রাজ্জাক পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. আব্দুল হান্নান পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট।

এ আসনে ৫৩ দশমিক ৬৫ শতাংশ ভোট পড়েছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৪০৫ জন। আসনটির ১১০ কেন্দ্রের ৬৬৫টি ভোটকক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করেন।

রোববার রাত সাড়ে ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহামেদ নিজ কার্যালয়ে এ ফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।