ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুরের ৪ আসনের একটিতে ঈগল, বাকিগুলোয় নৌকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
লক্ষ্মীপুরের ৪ আসনের একটিতে ঈগল, বাকিগুলোয় নৌকা

লক্ষ্মীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে তিনটিতে নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। একটি আসনেই কেবল স্বতন্ত্র প্রার্থী (ঈগল মার্কা) জিতেছেন।

যদিও তিনি আওয়ামী লীগের নেতা।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. আনোয়ার হোসেন খান; লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে নুর উদ্দিন চৌধুরী নয়ন; লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বিজয়ী হয়েছেন।

জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থী ছিলেন ৩১ জন। আসনগুলোর মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ২৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

লক্ষ্মীপুর-১ আসন থেকে ড. আনোয়ার হোসেন খান পেয়েছেন ৪০ হাজার ০৯৪ ভোট। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট। লাঙ্গল প্রতীকের মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৭৬৭ ভোট।

২৭৪ নম্বর সংসদীয় আসনটির ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৭৯৩ জন। অথচ ৮৫ কেন্দ্রে ভোট দিয়েছেন ৬১ হাজার ৯৬২ জন ভোটার। প্রায় ২৩ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছে এ আসনে।

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) জাতীয় সংসদের ২৭৫ নম্বর আসন। প্রার্থী ছিলেন ১৩ জন। আসনের মোট ভোটার ৪ লাখ ৫১ হাজার ৪২৬ জন। ১৪৬ কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৮৬০টি। প্রায় ৩৩ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন এ আসন থেকে ভোট পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১১। স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম ঈগল প্রতীকে পেয়েছেন ৯০২৮ ভোট। ট্রাক প্রতীকে এএফ জসীম উদ্দিন পেয়েছেন ৯০৩ ও লাঙ্গল প্রতীকে বোরহান উদ্দিন আহমেদ মিঠু পেয়েছেন ২৩৮৬ ভোট।

সংসদীয় আসন ২৭৬ লক্ষ্মীপুর-৩ (সদর) আসন। প্রার্থী ছিলেন ৬ জন। আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ০৩ হাজার ৭৪৩ জন। ১২৫ কেন্দ্রে ভোট পড়েছে ৯১ হাজার ২৩২টি। নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু পেয়েছে ৫২ হাজার ২৯৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫৬২৮ ভোট।

জাতীয় সংসদের ২৭৭ নম্বর আসন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকে মহাজোট প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) সদস্য মোশারফ হোসেন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮১০ ভোট। ঈগল প্রতীক নিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ জয় পেয়েছেন ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৬৩৪। ১২১ কেন্দ্রে ৮৯ হাজার ৭৫৯ জন ভোট দিয়েছেন। ভোট পড়েছে প্রায় ২৩ দশমিক ৬৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।