ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাবনার ৫ আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
পাবনার ৫ আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী

পাবনা: পাবনার পাঁচটি আসনে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  

রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।

ঘোষিত ফলাফলে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু নৌকা প্রতীকে ৯৪,৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ৭২,৩৮৭ ভোট।  

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) শামসুল হক আম প্রতীকে ২৭৭ ভোট, 
জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জাসদ) পারভীন খাতুন মশাল প্রতীকে ১৯০ ভোট, 
তৃণমূল বিএনপির জয়নাল আবেদীন সোনালী আঁশ প্রতীকে ৪০১ ভোট এবং 
জাতীয় পার্টির সরদার শাজাহান লাঙ্গল প্রতীকে ৩৭৬ ভোট পেয়েছেন।

পাবনা-২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির নৌকা প্রতীকে ১,৬৫,৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতীকে পেয়েছেন ৪,৩৮২ ভোট।

পাবনা-৩ আসনে মকবুল হোসেন নৌকা প্রতীকে ১,১৯,৪৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল হামিদ পেয়েছেন ১,০০,১৫৯ ভোট।  

পাবনা-৪ আসনে গালিবুর রহমান শরীফ নৌকা প্রতীকে ১,৬৭,৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪,৬৬২ ভোট।

পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স ১,৫৭,২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীকের জাকির হোসেন পেয়েছেন ৩,৩১৬ ভোট।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।