ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাবনায় ৩৩ প্রার্থীর ২৬ জনই জামানত হারিয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
পাবনায় ৩৩ প্রার্থীর ২৬ জনই জামানত হারিয়েছেন

পাবনা: পাবনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫টি সংসদীয় আসনে অংশগ্রহণ করেছিলেন ৩৩ প্রার্থী। এর মধ্যে ৫ জন প্রার্থী বিজয়ী লাভ করেছেন।

সঙ্গে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন। বাকি ২৬ জন প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় জামানত হারিয়েছেন। আর ৫টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই ২৬ জন প্রার্থী ওই পরিমাণ ভোটও পাননি। পাবনা ১ ও পাবনা ৩ আসনের মাত্র ২ জন প্রার্থী তাদের জামানত ফেরত পাচ্ছেন। এরা ২ জনই স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ (প্রতীক ট্রাক) এবং আব্দুল হামিদ মাস্টার (প্রতীক ট্রাক)।

সোমবার (০৮ জানুয়ারি) নির্বাচন অফিস কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

৬৮ পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ):
মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৬১৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭০ হাজার ৬১৮টি। মোট প্রার্থী ৬ জন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু (আওয়ামী লীগ, প্রতীক নৌকা) ভোট পেয়েছেন ৯৪ হাজার ৩১৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র, প্রতীক ট্রাক) ভোট পেয়েছেন ৭২ হাজার ৩৮৭টি। অন্যান্য প্রার্থীরা শামসুল হক (ন্যাশনাল পিপলস্ পার্টি, এনপিপি, প্রতীক আম) ভোট পেয়েছেন ২৭৭টি পারভীন খাতুন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, প্রতীক মশাল) ১৯০টি জয়নাল আবেদীন (তৃণমূল বিএনপি, প্রতীক সোনালি আঁশ) ভোট পেয়েছেন ৪০১টি সরদার শাহাজাহান (জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল) ভোট পেয়েছেন ৩৭৬টি এই আসনে বাতিল ভোট আছে ২ হাজার ৬৭৩ টি। এই আসনে শুধু অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র, প্রতীক ট্রাক) জামানত ফেরত পাচ্ছেন।

৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ):
মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ২০৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৬২৮টি। মোট প্রার্থী ৮ জন। আহমেদ ফিরোজ কবির (আওয়ামী লীগ, প্রতীক নৌকা) পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডলি সায়ন্তনী (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, প্রতীক নোঙর) পেয়েছেন ৪ হাজার ৩৮২ আব্দুল আজিজ খান (স্বতন্ত্র, প্রতীক ঈগল) ২ হাজার ১৩,  মোমিনুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিটিএফ, প্রতীক ফুলের মালা) ৩৬৬ মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল) ২ হাজার ২২ আবুল কালাম আজাদ (তৃণমূল বিএনপি, প্রতীক সোনালি আঁশ) ৪০৪ শেখ আনিসুজ্জামান (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, প্রতীক মশাল) ২৮১ আজিজুল হক (ন্যাশনাল পিপলস্ পার্টি, এনপিপি, প্রতীক আম) ৩৬৬। কেউ জামানত ফেরত পাচ্ছেন না।

৭০ পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর):
মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭৭১ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪৭টি। প্রার্থী ৮ জন। এই আসনে মকবুল হোসেন (আওয়ামী লীগ, প্রতীক নৌকা) ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আব্দুল হামিদ (স্বতন্ত্র, প্রতীক ট্রাক) পেয়েছেন ১ লাখ ১৫৯টি ভোট। মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল) ৭৩২ আজিজুল হক (বাংলাদেশ কংগ্রেস, প্রতীক ডাব) ২৫১ আবুল বাশার শেখ (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, প্রতীক মশাল) ১৭৫, বেল্লাল মোল্লা (ন্যাশনাল পিপলস্ পার্টি, এনপিপি, প্রতীক আম) ৪৩০ মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি, প্রতীক একতারা) ৪১২। এই আসনে আব্দুল হামিদ মাস্টার (স্বতন্ত্র, প্রতীক ট্রাক) ছাড়া সবাই জামানত হারাচ্ছেন।

৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া):
 মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ২৩১ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৬ টি। মোট প্রার্থী ৬ জন। গালিবুর রহমান শরীফ (আওয়ামী লীগ, প্রতীক নৌকা) ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব আলী বিশ্বাস-(স্বতন্ত্র, প্রতীক ঈগল) ১৪ হাজার ৬৬২, রেজাউল করিম (জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল) ১৫৩৩, আব্দুল খালেক (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ, প্রতীক মশাল) ১০৬০, আতাউল হাসান (কৃষক শ্রমিক জনতা লীগ, প্রতীক গামছা) ৮২৬, মনছুর রহমান (ন্যাশনাল পিপলস্ পাটি, এনপিপি, প্রতীক আম) ৭৮৭। এই আসনে নৌকা ছাড়া সবাই জামানত হারাচ্ছেন।

৭২ পাবনা-৫ (পাবনা সদর):
মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৪৬২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৫ টি । মোট প্রার্থী-৫ জন। এই আসনে গোলাম ফারুক প্রিন্স (আওয়ামী লীগ, প্রতীক নৌকা) ১লাখ ৫৭ হাজার ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, প্রতীক হাতুড়ি) পেয়েছেন ৩৩১৬ ভোট। আব্দুল কাদের খান (জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল) ২৭৬৬,  আফজাল হোসেন বটু (তৃণমূল বিএনপি, প্রতীক সোনালি আঁশ) ৩২৫৯, আবু দাউদ (ন্যাশনাল পিপলস্ পার্টি, এনপিপি, প্রতীক আম) ১৫৫৪ ভোট। এই আসনেও নৌকা ছাড়া সবাই জামানত হারাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।