ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

জামানত বাতিল হচ্ছে নাটোরের ২৪ প্রার্থীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
জামানত বাতিল হচ্ছে নাটোরের ২৪ প্রার্থীর 

নাটোর: নাটোরের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বিকল্পধারা, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, তরিকত ফেডারেশন, জেপি ও বিএনএমের ২৪ প্রার্থী জামানত হারাচ্ছেন। এর মধ্যে শুধু ৬৫ ভোট থেকে শুরু করে এক হাজারের নিচে ভোট পেয়েছেন ১৭ প্রার্থী।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাসের ভুঞার দেওয়া ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে শেষ পর্যন্ত চূড়ান্ত প্রার্থী ছিলেন ৩২ জন। এর মধ্যে মোট প্রদত্ত ভোটের আট শতাংশের নিচে ভোট পাওয়ায় জামানত বাতিল হচ্ছে ২৪ এমপি প্রার্থীর।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মোট প্রদত্ত ভোট এক লাখ ৭০ হাজার ২৪৯। এর মধ্যে আওয়ামী লীগ নেতা কাজল রায় (ঢেঁকি প্রতীক-১১৩৬ ভোট), জাতীয় পার্টির মো. আশিক হোসেন (লাঙ্গল-২০৩৬ ভোট), ওয়াকার্স পার্টির মো. ইব্রাহীম খলিল (হাতুড়ি-৩৪৩০ ভোট), জাসদের মোয়াজ্জেম হোসেন (মশাল-৮১৭ ভোট), সুপ্রিম পার্টির লিয়াকত আলী (একতারা-৪৫১ ভোট), কর্নেল রমজান আলী সরকার (কাঁচি-২৬১৪ ভোট) ও জামাল উদ্দিন ফারুক (ট্রাক-৪৬৮) ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে মোট প্রদত্ত ভোট এক লাখ ৮৭ হাজার ৪১। এর মধ্যে জাতীয় পার্টির সাবেক অতিরিক্ত সচিব ড. নুরুনবী মৃধা (লাঙ্গল-২৭১৫ ভোট), জাসদের শরিফুল ইসলাম (মশাল-৫৮০ ভোট) ও বাংলাদেশ কংগ্রেসের বজলুর রশীদ (ডাব-৮৩৯ ভোট) ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

নাটোর-৩ (সিংড়া) আসনে মোট প্রদত্ত ভোট এক লাখ ৮৪ হাজার ৭০৫। এর মধ্যে জাতীয় পার্টির আনিসুর রহমান (লাঙ্গল-৭৭৯ ভোট), ওয়াকার্স পার্টির নেতা সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (হাতুড়ি-৬৩৮ ভোট), বিকল্পধারার সাংবাদিক আনোয়ার হোসেন (কুলা-২৩০ ভোট), তৃণমূল বিএনপির আবুল কালাম আজাদ (সোনালী আঁশ-২১৯ ভোট), বাংলাদেশ কংগ্রেসের আমিরুল ইসলাম (ডাব-২০৮ ভোট), তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন (ফুলের মালা-৬৫ ভোট) ও স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন (ট্রাক-১২৪) ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মোট প্রদত্ত ভোট দুই লাখ ১৩ হাজার ৩৭৩। এর মধ্যে গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ (ঈগল-১২৯১ ভোট), অধ্যাপক আলা উদ্দিন মৃধা (লাঙ্গল-২৮৬ ভোট), জেপির সেলিম রেজা (বাইসাইকেল-২৫৩ ভোট), বিএনএমের গাজী আবু সায়েম রতন (নোঙ্গর-১৪০ ভোট), তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ-৭২ ভোট), বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (ডাব-২৭৩ ভোট)ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (দোলনা-২৭১৫ ভোট) জামানত হারাচ্ছেন।

তবে এর মধ্যে জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যাপক আলা উদ্দিন মৃধা (লাঙ্গল) নির্বাচনের বেশ কয়েকদিন আগে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।