ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যা বলল অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যা বলল অস্ট্রেলিয়া

ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া। নির্বাচনে লাখ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করায় স্বাগত জানিয়েছে দেশটি।

 

বুধবার (১০ জানুয়ারি) অস্ট্রেলিয়ায় পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়া গত ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নোট করেছে। যদিও আমরা স্বাগত জানাই যে, লাখ লাখ ভোটার নির্বাচনের দিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এটি দুঃখজনক যে, নির্বাচন এমন একটি পরিবেশে হয়েছে যেখানে সমস্ত স্টেকহোল্ডাররা অর্থপূর্ণ ও প্রকৃতভাবে অংশগ্রহণ করতে পারেনি।

বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া নির্বাচনের আগে ঘটে যাওয়া সহিংসতা এবং রাজনৈতিক বিরোধী সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বিগ্ন। ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সরকারকে তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করে অস্ট্রেলিয়ান সরকার, যা মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন এবং উন্নয়নের প্রচারের ওপর ভিত্তি করে। একটি ঘনিষ্ঠ অংশীদার হিসাবে অস্ট্রেলিয়া একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের জন্য আমাদের ভাগ করা ভিশন অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০,  ২০২৪
টিআর/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।