ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় ভোটের মনোনয়ন দাখিল মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
দুই সিটিসহ ২৩৩ স্থানীয় ভোটের মনোনয়ন দাখিল মঙ্গলবার

ঢাকা: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি।

বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ। ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা।

দুই সিটি ছাড়াও পটুয়াখালী, জামালপুরের বকশীগঞ্জ ও বরগুনার আমতলী পৌরসভার সাধারণ নির্বাচন হবে। এছাড়া পাঁচটি পৌরসভার শূন্য পদে উপ-নির্বাচন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এদিন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।