ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহ সিটি করপোরেশনে পুরোনো কাউন্সিলরদের জয়জয়কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
ময়মনসিংহ সিটি করপোরেশনে পুরোনো কাউন্সিলরদের জয়জয়কার 

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নির্বাচনে কাউন্সিলর পদে পুরোনোদের জয় হয়েছে বেশি। এতে ৩৩টি ওয়ার্ডে পুরোনোদের মধ্যে জয় পেয়েছেন ২৫ জন এবং প্রথমবার বিজয়ী হয়েছেন মাত্র আটজন।

 

শনিবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ১১টায় ময়মনসিংহ নগরের তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা আয়োজিত ফলাফল ঘোষণা মঞ্চে রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।  

এর মধ্যে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আসাদুজ্জামান বাবু, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম রফিক দুদু, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শরীফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদ, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আসিফ হোসেন ডন, ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ফারুক হাসান, ৯ নম্বর ওয়ার্ডে মো. আল মাসুদ, ১০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. তাজুল আলম, ১১ নম্বর ওয়ার্ডে মো. ফরহাদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী), ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আনিছুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ডে হানিফ সরকার স্বপন, ১৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ফজলুল হক, ১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মাহবুব আলম হেলাল, ১৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আবদুল মান্নান, ১৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. কামাল খান, ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান হবি, ১৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্বাস আলী মন্ডল, ২০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে মো. ইশতিয়াক হোসেন, ২২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মোস্তফা কামাল, ২৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাব্বির ইউনুস, ২৪ নম্বর ওয়ার্ডে মো. আসলাম হোসেন, ২৫ নম্বর ওয়ার্ডে মো. উমর ফারুক, ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শামছুল হক লিটন, ২৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৯ নম্বর ওয়ার্ডে মো. রাশেদুজ্জামান রুমান, ৩০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল বাশার, ৩১ নম্বর ওয়ার্ডে মো. সেলিম উদ্দিন, ৩২ নম্বর ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক এবং ৩৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান।

এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে আকিকুন নাহার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে খোদেজা আক্তার, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড- হামিদা পারভীন (বর্তমান কাউন্সিলর), সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ড- রোকশানা শিরীন (বর্তমান কাউন্সিলর), সংরক্ষিত ৫ নং ওয়ার্ড- রোকেয়া হোসেন (বর্তমান কাউন্সিলর), সংরক্ষিত ৬ নং ওয়ার্ড- খালেদা বেগম (নতুন), সংরক্ষিত ৭ নং ওয়ার্ডে হালিমা খাতুন হেপী, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডে হাজেরা খাতুন, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের রিনা আক্তার, সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডে হামিদা এবং সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান সদস্য ফারজানা ববি কাকলী বিজয়ী হয়েছেন।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের ৩৩টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এখানে আবার মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।