ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডিতে ধর্ম পরিবর্তনে করতে হবে সনদ সংশোধনও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এনআইডিতে ধর্ম পরিবর্তনে করতে হবে সনদ সংশোধনও

ঢাকা: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ধর্ম পরিবর্তনে শিক্ষা সনদের সংশোধন করতে হবে। এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে কয়েক ধরনের প্রমাণপত্রসহ আবেদন জমা দিতে হবে।

নির্বাচনের কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত সম্প্রতি জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ধর্ম পরিবর্তন কিংবা ধর্ম পরিবর্তনের কারণে এনআইডিতে নিজের নাম, পিতামাতার নাম বা স্বামী কিংবা স্ত্রীর নাম সংশোধনের ক্ষেত্রে যা জমা দিতে হবে-

১) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি,

২) রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা
(প্রযোজ্য ক্ষেত্রে),

৩) প্রযোজ্য শিক্ষা সনদ (জাতীয় পরিচয়পত্র
সংশোধনের ০৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা
বোর্ড কর্তৃক সংশোধিত শিক্ষা সনদ প্রদানের
অঙ্গীকার নামা) ও 

৪) মেয়রচেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

এসব কাগজপত্রসহ আবেদনপত্র নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। এরপর সেটি নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার পর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।  

খ-১ ক্যাটাগরির এই আবেদনটি কে নিষ্পত্তি করবে এবং কী তথ্যাদির প্রয়োজন পড়বে তা নিয়ে আগে কোনো স্পষ্ট নির্দেশনা ছিল না।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।