ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

ঢাকা: জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার (২১ মার্চ)। এদিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২৯তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ মার্চ) ইসির উপসচিব মো. শাহ আলম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

বৈঠকের আলোচ্যসূচিতে এ উপনির্বাচন ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ও নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারও রাখা হয়েছে।

এ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন গত ১৬ মার্চ মারা যান। তার মৃত্যুতে আসনটি ওইদিনই শূন্য হয়।

এদিকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।