ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

দুই সিটি ভোট: ১৭ এপ্রিলের মধ্যে ব্যয়ের হিসাব দিতে হবে প্রার্থীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মার্চ ২৩, ২০২৪
দুই সিটি ভোট: ১৭ এপ্রিলের মধ্যে ব্যয়ের হিসাব দিতে হবে প্রার্থীদের

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রার্থীদের ব্যয়ের হিসাব আগামী ১৭ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আইন অনুযায়ী ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দিতে হয়।

গত ১৯ মার্চ ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। তাই আগামী ১৭ এপ্রিল হচ্ছে হিসাব জমা দেওয়ার সময় শেষ হবে।

গত ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২২৫ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যাদের সবাইকে দিতে হবে নির্বাচনী ব্যয়ের হিসাব।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।