ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পবার কাটাখালী পৌরমেয়র পদে উপ-নির্বাচন ২৮ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
পবার কাটাখালী পৌরমেয়র পদে উপ-নির্বাচন ২৮ এপ্রিল

ঢাকা: আইনি জটিলতা কাটায় আগামী ২৮ এপ্রিল রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একইসঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার (৩১ মার্চ) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, রাজশাহীর পবার কাটাখালী পৌরসভার মেয়রের শূন্যপদে উপ-নির্বাচন যে পর্যায় হতে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে পুনরায় কার্যক্রম শুরু করে ২৮ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

এই অবস্থায় উপরোক্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।