ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে: সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারি (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ব্যর্থ হবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সঙ্গে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি যে, বাংলাদেশে গণতন্ত্র আছে এবং নির্বাচন নির্বাচনের মতো হয়। উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে ৭ জানুয়ারি যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ব্যর্থ হবে। তাই সহিংসতামুক্ত নির্বাচন আয়োজন করতে হবে।

সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
ইইউডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।