ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাগাতিপাড়ায় ইউপির উপনির্বাচনে মেম্বার পদে রবিউল বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
বাগাতিপাড়ায় ইউপির উপনির্বাচনে মেম্বার পদে রবিউল বিজয়ী

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বরা) পদে উপনির্বাচনে মো. রবিউল ইসলাম (ফুটবল প্রতীক) ৫২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী (মোরগ প্রতীক) পেয়েছেন ৩৬৩ ভোট।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।  

নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তিন প্রার্থীর অপরজন কামরুল ইসলাম (টিউবয়েল) পেয়েছেন ১৩০ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গৌতম চন্দ্র।

বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. ফরমাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গত বছরের ১২ অক্টোবর ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের ফকিরের মৃত্যুতে পদটি শূন্য হয়। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা এক হাজার ৬৯২ জন।  

তিনি আরও বলেন, উৎসব মুখর পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।