ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জুড়ীর উপ-নির্বাচনে বিজয়ী সিরাজুল

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
জুড়ীর উপ-নির্বাচনে বিজয়ী সিরাজুল

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। সোমবার (২৯ এপ্রিল) বিজয়ী প্রার্থী নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, জুড়ীতে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। তিনি তালা প্রতীক নিয়ে ১৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ সালাম মোরগ প্রতীক নিয়ে ৫৭১ ভোট পেয়েছেন।  অন্য প্রার্থীদের মধ্যে আবু সাঈদ ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক নিয়ে ৫০৩ ভোট পেয়েছেন, মো. সোলেমান আহমদ ফুটবল প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়েছেন ও হুমায়ূন কবির বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে মাত্র ২ ভোট পেয়েছেন।  

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।  

বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৪৪৬৮ জন ভোটারের মধ্যে ২৫৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল ভোট ২৮টি। এ উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ইউপি নির্বাচনে এ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য জয়নাল আবেদীন ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেলে এ ওয়ার্ডের সদস্য পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।  

বিজয়ী নবনির্বাচিত ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, মরহুম জয়নাল আবেদীনের অসমাপ্ত কাজগুলো যাতে করে যেতে পারি এ ব্যাপারে সবার সহযোগিতা চাই। এটা আমার বিজয় নয়, এটা জনগণের বিজয়, সত্যের বিজয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।