ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন: কালিয়ায় ৩ প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মে ২, ২০২৪
উপজেলা নির্বাচন: কালিয়ায় ৩ প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

নড়াইল: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে নড়াইলের কালিয়া উপজেলার তিন প্রার্থীর প্রতিনিধিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার চাচুড়ী বাজারে তিন প্রার্থীর প্রতিনিধিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট প্রদীপ্ত রায় দীপন এ জরিমানা করেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়ার চাচুড়ী বাজারে ওই তিন প্রার্থীর প্রতিনিধিরা প্রত্যেকেই তাদের নির্বাচনী ক্যাম্পের দেয়ালে পোস্টার সাঁটিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন। এছাড়া এস এম হারুনার রশিদের নির্বাচনী ক্যাম্পে মিষ্টি বিতরণ করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত এ সময় অভিযান চালিয়ে চেয়ারম্যান প্রার্থী মাহামুদুল হাসানের (ঘোড়া প্রতীক) প্রতিনিধিকে ১৫ হাজার টাকা, এস এম হারুনার রশিদের (আনারস প্রতীক) প্রতিনিধিকে ১০ হাজার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমরুল ইসলামের (চশমা প্রতীক) প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।  

নির্বাচনে দ্বায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বাংলানিউজকে বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় প্রার্থীদের প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।  

উল্লেখ্য, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে কালিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন,  ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচজন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।