ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি: প্রবাসীদের আবেদন ৭ দিনে নিষ্পত্তির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ১১, ২০২৪
এনআইডি: প্রবাসীদের আবেদন ৭ দিনে নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন নির্দেশনাটি ইতোমধ্যে মাঠ পর্যায়ে সব কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের দাখিল করা জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন পাওয়ার পর বায়োমেট্রিক তথ্য নেওয়াসহ ০৭ (সাত) কর্ম দিনের মধ্যে নিষ্পত্তি এবং ০২ (দুই) কর্ম দিনের মধ্যে ডাটা আপলোড নিশ্চিত করতে হবে।

এছাড়া প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, নাগরিকত্ব আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব বিধি বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১১, ২০২৪
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।