ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

ডুমুরিয়ায় প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ১৩, ২০২৪
ডুমুরিয়ায় প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা

খুলনা: প্রতীক নিয়েই প্রচারণায় নেমেছেন ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়ায় চেয়ারম্যান পদে চূড়ান্ত পর্যায়ে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন।

জেলা রিটার্নিং অফিসার ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন সোমবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। এরপর প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা করছেন উঠোন বৈঠক। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, তুলে ধরছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।

আইনানুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচারণা। আগামী ২৯ মে এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এবার মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৫০৭ এবং মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬০৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮টি।

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী এজাজ আহমেদ (ঘোড়া) প্রতীক, মোঃ আজগর বিশ্বাস তারা (মোটর সাইকেল) প্রতীক ও অ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন (আনারস) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম (টিয়া পাখি) প্রতীক, প্রভাষক গোবিন্দ ঘোষ (তালা) প্রতীক, শেখ শাহিনুর রহমান শাহিন (চশমা) প্রতীক এবং অভিজিৎ রায় অভি (টিউবয়েল) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমীনা পারভীন রুমা (কলস) প্রতীক, শোভা রানী হালদার (প্রজাপতি) প্রতীক এবং শিলা রানী মন্ডল (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী গাজী এজাজ আহমেদের নির্বাচন পরিচলানা কমিটির সদস্য আক্তারুল আলম সুমন বলেন, প্রতীক পেয়েই চেয়ারম্যান প্রার্থী গাজী এজাজ আহমেদ প্রচারনা শুরু করেছেন। প্রচারণাকালে ভোটারদের ভালোবাসা আর দোয়ায় সিক্ত হয়েছেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে ভোটাররা ঘোড়া প্রতীকের পুনরায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।