ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মে ২৮, ২০২৪
মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

পিরোজপুর: পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ মে) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালে কারণে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) উপজেলা পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  

একটি পৌরসভার ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মঠবাড়িয়া উপজেলা পরিষদ। জেলার সবচেয়ে বড় এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৯৫। যার মধ্যে ১ লাখ ১৫ হাজার ৭৬ জন পুরুষ আর নারী ১ লাখ ১১ হাজার ৭১৮ জন।

চেয়ারম্যান পদে দুজন ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন করে মোট ছয়জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।