ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আইনের বাইরে কাউকে সেবা দেওয়া যাবে না: ইসির নতুন সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ৩০, ২০২৪
আইনের বাইরে কাউকে সেবা দেওয়া যাবে না: ইসির নতুন সচিব

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব শফিউল আজিম বলেছেন, কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না।

নির্বাচন ভবনে বৃহস্পতিবার (৩০ মে) বিদায়ী সচিব ও নতুন সচিবের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

শফিউল আজিম বলেন, আমরা তো রাজনীতির ভেতরেই বসবাস করি। গণতন্ত্র সরকার রাজনৈতিক দল জনগণ সবকিছু মিলিয়েই গণতন্ত্র। কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। আপনাদের যেটি প্রাপ্য সেটি একশভাগ দেওয়া সম্ভব।

গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার।

এদিকে বিদায়ী সচিব মো. জাহাংগীর আলম বলেন, আপনারা আমার কাছে তথ্য চাইতেন। অনেক সময় তথ্য থাকতো না। আপনারা আমাকে ‘খোঁচা’ দিতেন। আমি হয়তোবা আপনাদের সঙ্গে এমন আচরণ করছি যা শোভন না। তবে আমাদের স্বচ্ছতার কোনো ঘাটতি ছিলো না।

তিনি বলেন, আমার আচরণে আপনাদের সহসা কষ্ট দিতে চাইনি। তবুও বিদায় বেলায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব সময় গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি। আপনারাই আমাদের জনগণের কাছে চিনিয়েছেন।

গত ২১ মে তাকে এক আদেশে জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করে সরকার।  

মো. জাহাংগীর আলম এ সময়  তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ উপজেলায় ৩৮ শতাংশ ভোট পড়েছে বলেও জানান।  

তিনি বলেন, ভোট পড়ার এ হার আরও বাড়তে পারে৷ কারণ ৮৭ কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। এর আগে বুধবার (২৯ মে) প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ৩০, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।