ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করায় দুই পোলিং এজেন্টের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ৫, ২০২৪
কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করায় দুই পোলিং এজেন্টের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভোটকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করায় দুই পোলিং এজেন্টকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অন্য কেন্দ্রের ভোটার হয়ে আরেক কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে আরও এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০৫) জুন সকাল ১০টার দিকে উপজেলাট ছতুরপুর ও আউলিয়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪৮ নম্বর ছতরপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তা বার বার নিষেধ করা সত্ত্বেও মোবাইল ফোন সঙ্গে রাখায় পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগমকে (৫২) হাতেনাতে আটক করা হয়। পরে দুজনকে দণ্ডবিধির-১৮৬০ এর ১৮৮ ধারায় তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের ৪০ নম্বর আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদরাসা কেন্দ্রে মো. কাউসার মিয়া নামে এক ব্যক্তি এ কেন্দ্রের ভোটার না হওয়া সত্ত্বেও অবৈধভাবে প্রবেশ করেন। এ অপরাধে তাকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুন ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।