ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

৬০ উপজেলায় ভোট শেষ, চলছে গণনা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ৫, ২০২৪
৬০ উপজেলায় ভোট  শেষ, চলছে গণনা 

ঢাকা: চতুর্থ ধাপের ৬০ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা।  

বুধবার (৫ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছিল, যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলেছে।

 

নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম জানিয়েছেন, দুপুর ১২ টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। তবে ভোট পড়ার হার বাড়বে।  

গত ৮ মে থেকে ধাপে ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন চলছে। আগামী ৯ জুন ২০ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে এবারের নির্বাচন শেষ হবে।  
নির্বাচনে তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন ভোটের লড়াই করছেন।
 
চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজনসহ মোট পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
আগের তিন ধাপের মতো এই ধাপেও ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ২১ জনের ফোর্স মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।