ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘দেশে‌ এমন উৎসবমুখর ভোট হয়তো কোথাও নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
‘দেশে‌ এমন উৎসবমুখর ভোট হয়তো কোথাও নেই’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেছেন, নির্বাচন আপনারা দেখছেন, এত ভোটার উপস্থিতি যা আমাদের জন্য উৎসবমুখর। সারা দেশে এমন উৎসবমুখর পরিবেশ কোথাও হয়তো নেই।

আমাদের কাঞ্চন পৌরসভায় হয়েছে, এজন্য আমি কাঞ্চনবাসীকে অভিনন্দন জানাই।

বুধবার (২৬ জুন) পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ।

রফিক বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি দীর্ঘ পাঁচ বছর কাঞ্চনের জনগণের জন্য কাজ করেছি। তাই জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

সাবেক এ মেয়র বলেন, এখানে নির্বাচনী পরিবেশ সুন্দর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করছে। সারাদিন যেন তারা এরকম নিরপেক্ষ ভূমিকা পালন করে।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন প্রতীকে আবুল বাশার বাদশা ও জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এমআরপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।