ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন কমিশনারদের গাড়িতে জুতা নিক্ষেপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
নির্বাচন কমিশনারদের গাড়িতে জুতা নিক্ষেপ

ঢাকা: পদত্যাগ করে নির্বাচন ভবন ছেড়ে যাওয়া সময় বিক্ষুব্ধ জনতা নির্বাচন কমিশনারদের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে। এ সময় তারা একতরফা নির্বাচনের দায়ে নির্বাচন কমিশনারদের বিচারও দাবি করেছেন।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেন। তারা পদত্যাগপত্র নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে জমা দেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর পরই সবার আগে সরকার থেকে দেওয়া বিএমডব্লিউ ছেড়ে এক বন্ধুর গাড়িতে নির্বাচন ভবন ত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল। বিক্ষুব্ধ জনতা বুঝে ওঠার আগেই তিনি চলে যান।

পরে একে একে অন্য নির্বাচন কমিশনাররা বের হলে তাদের গাড়িতে জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের মধ্যে অনেকেই বিএনপির সমর্থক বলে দাবি করছিলেন। এ সময় বাংলাদেশ লেবার পার্টির নেতা ডা. মোস্তাফিজুর রহমান ইরানকেও দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।