ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি সেবা সম্প্রসারণে মাঠ পর্যায়ের দপ্তরগুলোও ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এনআইডি সেবা সম্প্রসারণে মাঠ পর্যায়ের দপ্তরগুলোও ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হচ্ছে

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে সম্প্রসারণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকেও ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রতিটি কার্যালয়কে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন তথ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের স্বল্পমেয়াদি সময়াবদ্ধ সংস্কার পরিকল্পনার সিদ্ধান্ত মোতাবেক ন্যাশনাল ওয়েব পোর্টালের (জাতীয় তথ্য বাতায়ন) আওতায় প্রস্তুতকৃত নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের ওয়েবসাইট নিয়মিত ব্যবহার ও হালনাগাদ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যে-সব অফিসে ওয়েবসাইট এখনও প্রস্তুত করা হয়নি তা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন নির্বাচন ও এনআইডি সেবা সংশ্লিষ্ট বিষয়ে সেবা প্রত্যাশীকে সর্বদা হালনাগাদ রাখা ও সেবা কার্যক্রম সহজ ও গতিশীল করার লক্ষ্যে ওই ওয়েবসাইটে কর্মকর্তার ও কর্মচারীর হালনাগাদ তথ্য, যোগাযোগের তথ্য (মোবাইল, ই-মেইল, টেলিফোন নম্বর, ইত্যাদি), অফিসের সাম্প্রতিক কার্যক্রম, বিভিন্ন নোটিশ, এনআইডি কার্যক্রমের হালনাগাদ তথ্য, এনআইডি সেবা প্রাপ্তির পদ্ধতি, বিভিন্ন আইন ও বিধি, নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়মিত হালনাগাদ রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।