ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি অনিয়মে জড়িত কর্মকর্তাদের নামে মামলার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এনআইডি অনিয়মে জড়িত কর্মকর্তাদের নামে মামলার সিদ্ধান্ত

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগে প্রায় সবক্ষেত্রে বিভাগীয় মামলা করা হলেও এখন থেকে ফৌজদারি মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভাগীয় মামলায় অনেকে করছেন না৷ তাই মাঠপর্যায়ে অনিয়ম কমছে না। ফলে অনিয়ম, দুর্নীতি ঠেকাতে এবার ফৌজদারি মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবু্ব আলম তালুকদার নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।

এছাড়া প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন যথাসময়ে অফিসে উপস্থিত হতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। অন্যদিকে ক্যাটাগরির আবেদনগুলো দ্রুত নিষ্পন্ন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা সংক্রান্ত অনিষ্পন্ন আবেদনে দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা/পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।