ঢাকা: রাজশাহী অঞ্চলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার মান বাড়াতে সব মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন নির্দেশনাটি ইতোমধ্যে সব জেলা ও উপজেলা কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনগুলো প্রোঅ্যাকটিভ অ্যাপ্রোচ গ্রহণপূর্বক জনবান্ধবমুখী করার লক্ষ্যে অত্র কার্যালয়ে দূর-দূরান্ত থেকে আগত সেবা প্রার্থীদের সেবা সহজ করতে হবে।
এজন্য রাজশাহী অঞ্চলের যেসব সেবা প্রার্থীরা জাতীয় পরিচয়পত্র সংশোধন ও ক্যাটাগরির জন্য সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আসেন, কিন্তু এদের মধ্যে যাদের আবেদনসমূহ ‘গ’ ক্যাটাগরি অন্তর্ভুক্ত ও ক্যাটাগরি পেন্ডিং থাকায় সংশ্লিষ্ট কার্যালয়ের আওতা বহির্ভূত, তাদের আবেদন আইনানুগভাবে নিষ্পত্তির জন্য সাক্ষাৎকার গ্রহণ করে একটি তালিকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
ইইউডি/আরআইএস