ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিজির দপ্তরে এনআইডি আবেদন পাঠাতে মাঠ কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
ডিজির দপ্তরে এনআইডি আবেদন পাঠাতে মাঠ কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশ নির্বাচন ভবন

ঢাকা: এখতিয়ার বহির্ভূত হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন মহাপরিচালককে (ডিজি) ফরওয়ার্ড করার ক্ষেত্রে মাঠ কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ হাসানুজ্জামান ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘গ’ ক্যাটাগরিভুক্ত কিছু আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হওয়ায় নিষ্পত্তির জন্য মহাপরিচালক বরাবর পাঠানো হয়। এক্ষেত্রে লক্ষণীয় যে, ক্যাটাগরি পরিবর্তন না করে এ ধরনের চিঠি পাঠানোর অনুলিপি নিয়ে আবেদনকারীরা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে উপস্থিত হলেও আবেদনসমূহ ‘গ’ ক্যাটাগরিভুক্ত থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না।

এ অবস্থায় যেসব আবেদন যৌক্তিক কারণে তার পক্ষে নিষ্পত্তি করা সম্ভব নয়, কেবল সেসব আবেদনসমূহ মহাপরিচালক বরাবর পাঠাতে হবে। এক্ষেত্রে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আবেদন ক্যাটাগরি ‘গ’ থেকে ‘ঘ’-তে পরিবর্তন করতে হবে।

এনআইডি সংক্রান্ত আবেদনগুলো জটিলতার মাত্রা অনুযায়ী, ক থেকে ঘ ক্যাটাগরিভুক্ত করে নিষ্পত্তি করা হয়। এনআইডি মহাপরিচালক সবচেয়ে জটিল আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে নিষ্পত্তির এখতিয়ার রাখেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।