ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

জুলাই অভ্যুত্থানে আহতদের স্মার্টকার্ড দিলেন ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জানুয়ারি ২৮, ২০২৫
জুলাই অভ্যুত্থানে আহতদের স্মার্টকার্ড দিলেন ইসি সচিব জুলাই অভ্যুত্থানে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দিচ্ছে নির্বাচন কমিশন/ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করে হাসাপাতালে স্মার্টকার্ড তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ রাজধানীর চক্ষুবিজ্ঞান ইসস্টিটিউটে আহতদের হাতে নাগরিক এ পরিচয়পত্র তুলে দেন।

ইসি সচিব বলেন, এনআইডি সেবা কার্যক্রম আমাদের কাছে। কাজেই আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য নেবো এবং কার্ড পৌঁছে দেবো। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।

তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্যে বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে। ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহতদের এনআইডি কার্ড তুলে দেওয়া হয়েছে। আহতদের ৩৬ জনকে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে ৭১ জনকে বিভিন্ন হাসপাতালে এই সেবা দিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুযারি ২৮, ২০২৫
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।