ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাসপোর্টের ভিত্তিতে প্রবাসী ভোটার তালিকা, অনলাইন ভোটিংয়ে জোর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
পাসপোর্টের ভিত্তিতে প্রবাসী ভোটার তালিকা, অনলাইন ভোটিংয়ে জোর

ঢাকা: পাসপোর্টের ভিত্তিতে প্রবাসী ভোটার তালিকা প্রণয়ন এবং তাদের জন্য, অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা আনার প্রতি জোর দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া ১৮৪ পৃষ্ঠার চুড়ান্ত প্রস্তাবনায় এমন সুপারিশ করেছে কমিশন।

সুপারিশে বলা হয়, সব প্রবাসী বাংলাদেশিদের যতদ্রুত সম্ভব ভোটার তালিকায় এবং এনআইডি সার্ভারে নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। নিবন্ধনের সময় তাদের বায়োমেট্রিকস তথ্য এবং সাম্প্রতিক ছবি যেন হালনাগাদ করা থাকে এটা নিশ্চিত করতে হবে। বর্তমানে প্রচলিত প্রক্রিয়াতে প্রবাসীদের নিবন্ধন করতে যেহেতু অনেক সময় লাগে, এটি আরও অপটিমাইজ করে পুরো প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। এক্ষেত্রে প্রবাসীর পাসপোর্ট ডাটাবেসে সংরক্ষিত তথ্য ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়া সারতে হবে দ্রুত।

ডিসেম্বর ২০২৫-এ আগামী জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে অক্টোবরের মধ্যে যেসব প্রবাসীর ভোটার তালিকায় এবং এনআইডি সার্ভারে নিবন্ধন করা সম্ভব হবে, তাদের পরবর্তী জাতীয় নির্বাচনে পোস্টার বা অনলাইনে ভোট দেওযার ব্যবস্থা করতে হবে।

কমিশনের সুপারিশ দলগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।