ঢাকা: চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার আহমেদ এরইমধ্যে নির্দেশনাটি এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে দিয়েছেন।
সম্প্রতি এক লিখিত নির্দেশনায় ইসি সচিব উল্লেখ করেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পাশাপাশি এনআইডি সেবা সংক্রান্ত
কার্যক্রম সচল রাখতে হবে। প্রতি মাসের সমন্বয় সভায় জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত প্রাপ্ত আবেদন সংখ্যা ও নিষ্পত্তি সংখ্যা ক্যাটাগরিভিত্তিক উপস্থাপন করতে হবে।
জানা গেছে, তিন লাখের বেশি এনআইডি সংক্রান্ত আবেদন ঝুলে আছে। এসব আবেদনসহ নতুন আবেদন যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে জন্যই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্তমানে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে নিবন্ধনের কার্যক্রম চলছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ইইউডি/আরএইচ