ঢাকা: সপ্তম জাতীয় ভোটার দিবস রোববার (২ মার্চ)। এদিন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ স্লোগানটিকে সামনে রেখে এবারের ভোটার দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
তিনি বলেন, রোববার জাতীয় ভোটার দিবস সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। সকাল সোয়া ৯টায় র্যালি উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরপর বেলা ১১টায় নির্বাচন ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকার মতো স্থানীয়ভাবেও র্যালি-আলোচনা সভার আয়োজন করা হবে।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন। রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ হলে এ সংখ্যা সাড়ে ১২ কোটি হতে পারে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
ইইউডি/আরবি