ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ছাড়া বাকিদের নিবন্ধন কাজে বাধা নেই: ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ছাড়া বাকিদের নিবন্ধন কাজে বাধা নেই: ইসি

ঢাকা: রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য দলগুলোর জন্য নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে কোনো বাধা নেই। দলটির আবেদনের প্রেক্ষিতে দেওয়া আদালতের আদেশের কপি পেয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নতুন দলগুলোর নিবন্ধন দেওয়ার লক্ষ্যে আবেদন আহ্বান করলে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যক্রম স্থগিতের জন্য আদালতের দ্বারস্থ হয়। আদালত শুনানি করে গত ১৮ মার্চ দলটির জন্য নিবন্ধন কার্যক্রম স্থগিতের আদেশ দেন। আদালতের সেই আদেশের কপি বৃহস্পতিবার (২৭ মার্চ) পেয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে ইসির গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ। এতে চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ বিষয়ে বলেন, আদালতের আদেশের কপি আমরা পেয়েছি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে অন্য যারা আছে তাদের ক্ষেত্রে (নিবন্ধন আবেদন) কোনো বাধা নিষেধ নেই। সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য কোনো দলের আর নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।